ইয়েমেনে হুথিদের অস্ত্রের গুদামে মার্কিন হামলা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:৩২ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮
ইয়েমেনে হুথিদের অস্ত্র সংরক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৬ অক্টোবর) মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
এবিসি নিউজের খবরে বলা হয়, একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্রের গুদামে ইউএস সেন্ট্রাল কমান্ড বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে।’
হুথিদের লক্ষ্যবস্তুতে সর্বশেষ হামলার ঘটনা এটি। এ হামলায় এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানায়নি রয়টার্স।
হামাস ও ইসরাইলের যুদ্ধের ঢেউ পৌঁছেছে লোহিত সাগরে। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই লোহিত সাগরে হামলা শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের দাবি তাদের।
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে হামলার বিষয়ে তাদের কয়েক দফা সতর্ক করার পর, ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবুও লোহিত সাগরে থেমে থাকেনি তাদের হামলা।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত