ইব্রাহিম রাইসিকে টেলিফোন পুতিনের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০৭:৪৪ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:৪৯

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে টেলিফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিফোনে দুই নেতা উভয় দেশের মধ্যে সম্পর্ক গভীর করা নিয়ে আলোচনা করেছেন। খবর আল জাজিরা

এমন এক সময় ইব্রাহিম রাইসিকে টেলিফোন করলেন পুতিন যখন ইউক্রেনের খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি ইউক্রেনে ইরানের তৈরি কামিকাজি ড্রোন দিয়ে ব্যাপক হামলা করে রাশিয়া। কিয়েভ ও পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ করেছে। তেহরান রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য স্বীকার করেছে। তবে দেশটি বলেছে, ড্রোন দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে।

রাশিয়া ও ইরান শনিবার পৃথক বিবৃতিতে ইব্রাহিম রাইসি এবং পুতিনের মধ্যে টেলিফোন আলাপের তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, দুই নেতা রাজনৈতিক সম্পর্ক গভীরকরণ, ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। এছাড়া দুই প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন।

 

 ‍দুই দেশের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া এবং ইরানের প্রতিষ্ঠানগুলো যোগাযোগ বৃদ্ধি করবে দুই প্রেসিডেন্ট এম সিদ্ধান্তে সম্মত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত