ইতালির ভেনিস বাংলা স্কুলে নুতন বছরের বাংলা বই বিতরণ

  জাকির জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ২১:০১ |  আপডেট  : ১৪ এপ্রিল ২০২৪, ২২:২৮

ইতালির ভেনিস বাংলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে নুতন বৎসরের বাংলা বই বিতরণ করেন স্কুলের উপদেষ্টা মন্ডলী। স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেস্টা রফিকুল বারি, বিল্লাল হোসেন ঢালী, হান্নান মিয়া, আরফান মিয়া, হান্নান ফকির। 

উপদেষ্টা গন তাদের বক্তব্যে ভেনিস বাংলা স্কুলের প্রশংসা করে বলেন দীর্ঘ ১৫ বছর ধরে ভেনিস বাংলা স্কুল এদেশে জন্ম নিয়ে-বেরে উঠা বাচ্চাদের মায়ের ভাষা বাংলাকে শিক্ষা দিয়ে আসছে এর জন্য বাংলা স্কুলের শিক্ষীকাদের এবং স্কুলের সভাপতি ও পরিচালনা কমিটি কে ধন্যবাদ জানান -শিক্ষীকাবৃন্দ তাদের বক্তব্যে উপদেষ্টাদের ধন্যবাদ জানান এবং সর্বদা স্কুলের পাশে থাকার অনুরোধ জানান- সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার তার বক্তব্যয়ে উপদেষ্টা মনোয়ার হোসেন মনিরকে ধন্যবাদ জানান বাচ্চাদের জন্য নুতন বই সংগ্রহ করে দেবার জন্য । নুতন বই পেয়ে শিক্ষার্থীরা অনেক আনন্দিত ও খুশি ।  অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিবারের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত