ইতালিতে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি র আহবায়ক কমিটি গঠন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১২:২৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯
ইতালির ভেনিসে দীর্ঘ দিনের প্রত্যাশিত সাংবাদিকদের সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব গঠনের লক্ষে শনিবার ১৩ই আগষ্ট ভেনিসের মেস্রে তে ঢাকা বিরিয়ানি হাউজ রেস্টুরেন্টে সভায় সকলের সম্মতিতে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।
লেখক ও কলামিস্ট, সাংবাদিক পলাশ রহমান কে আহবায়ক,বাংলা টিভির ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বলকে যুগ্ম আহবায়ক ও এটিএন বাংলা ইউকে র ভেনিস প্রতিনিধি নাজমুল হোসাইন কে সদস্য সচিব করে ৩ সদস্যের আহবায়ক কমিটির গঠন করা হয়েছে।
ইতালি প্রবাসীদের কার্যক্রম বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে এই সাংবাদিক সংগঠনটি। এই সংগঠনটি মূলত ইতালিতে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই আহবায়ক কমিটি সাংগঠনিক নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনে সহায়তা করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত