ইতালিতে প্রবাসীদের ঈদুল ফিতরের নামাজ আদায়   

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চিফ ইউরোপ 

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৯:১১ |  আপডেট  : ২ এপ্রিল ২০২৫, ১৪:৩০

মাস ব্যাপী সিয়াম  সাধনার পর ইতালি প্রবাসী বাংলাদেশীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।  ধর্মীয়  ভাবগাম্ভীর্যের  মধ্য দিয়ে করোনা ভাইরাস  পরিস্থিতি  কিছুটা স্বাভাবিক  হওয়ায়  ইতালির আইন কে সম্মান জানিয়ে  সামাজিক দূরত্ব  মেনেই বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।   

সকাল থেকে বৈরী  আবহাওয়া  থাকায় খোলা মাঠে  নামাজ আদায় করতে না পারায় মসজিতে কিছুটা ভিড় লক্ষ করা গিয়েছে।  কিছু কিছু মসজিতে   ৫ টি জামাতের ব্যবস্হা  করা হয়।  

করোনা ভাইরাস  পরিস্থিতি  গত বছর ভয়াবহ হওয়ায়  মসজিদে কেউ নামাজ পড়তে না পারলেও এ বছর বিভিন্ন দেশের মুসলিমরা একত্রে   মসজিদে  ঈদের নামাজ আদায় করতে পরে সন্তুষ্টি  প্রকাশ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত