ইউক্রেন যুদ্ধ থামাতে পারে বন্ধু রাষ্ট্র ভারত, চীন ও ব্রাজিল: পুতিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ থামাতে পারে বন্ধু রাষ্ট্র ভারত, চীন ও ব্রাজিল। তাদের মধ্যস্থতার ওপর ভরসা রাখতে চান তিনি। গত আড়াই বছর ধরে যুদ্ধ চলমান থাকলেও কোনো মধ্যস্থতাই এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি।

গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, তিনি চান ভারতসহ তিন দেশ মধ্যস্থতাকারী হয়ে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিক রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে। রুশ প্রেসিডেন্ট মনে করিয়ে দিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার প্রথম সপ্তাহেই দুই দেশের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা হয়েছিল যুদ্ধবিরতি নিয়ে। কিন্তু তারপর তা আর সামনের দিকে যায়নি। এখন চাইলে সেই আলোচনাকেই এগিয়ে নিয়ে যাওয়া যায়। 

গত জুনেই যুদ্ধবিরতির কথা শোনা গিয়েছিল পুতিনের মুখে। যুদ্ধ থামানোর জন্য কয়েকটি শর্ত বেঁধে দেন তিনি। আবার ইউক্রেন কয়েকটি শর্ত দিয়েছিল। শর্তের বেড়াজালে আটকে গেছে যুদ্ধ বন্ধের আলোচনা। -ইন্ডিয়া টুডে 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত