ইউক্রেনে আরও ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯:১৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণার পরে রাশিয়া ইউক্রেনে আরও ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।
শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ কথা জানিয়ে বলেন, রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তিন লাখ সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে। নতুন কোনো পরিকল্পনা নেই।’
গত সেপ্টেম্বরে পুতিন ইউক্রেনে আংশিক সেনা সমাবেশ করার ঘোষণা দেন। তখন ক্রেমলিন জানায়, নতুন করে তিন লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হবে।
প্রতিরক্ষামন্ত্রী সোইগু পুতিনকে জানিয়েছেন, তিন লাখ রিজার্ভ সেনার মধ্যে ২ লাখ ১৮ হাজার প্রশিক্ষণ নিচ্ছেন এবং ৮২ হাজার সেনা ইউক্রেনে পাঠানো হয়েছে।
ইউক্রেনে যুদ্ধের জন্য যেসব রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে তাঁদের উদ্দেশে পুতিন বলেন, ‘কর্তব্যের প্রতি তাঁদের আত্মত্যাগ, তাঁদের দেশপ্রেম, আমাদের দেশ রক্ষা, তাঁদের বাড়িঘর, তাঁদের পরিবার, দেশের নাগরিক ও আমাদের জনগণকে রক্ষা করার জন্য তাঁদের যে দৃঢ়সংকল্প এর জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাতে চাই।’
এদিকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, ‘রাশিয়ার কয়েক লাখ রিজার্ভ সেনা রয়েছে। তবে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের জন্য এবার আর রিজার্ভ সেনা না ডেকে বরং সেচ্ছ্বাসেবী এবং পেশাদার সৈনিক নেওয়া হবে।’ এর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার রিজার্ভ সেনাদের পাঠানোর কর্মসূচির সমাপ্তি ঘটছে বলে ধারণা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত