ইঁদুরের উপদ্রবে ৪ মাসের জন্য মার্কেট বন্ধ ঘোষণা!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২১, ০৮:২০ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৫, ০৪:২২

ইঁদুরের উপদ্রবের কারণে ইতালির রাজধানী রোমে একটি মার্কেট চার মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোমের অভিজাত অঞ্চল হিসেবে খ্যাত প্রাতি এলাকায় একটি সুপার মার্কেটের খাবারের শো-কেসে জীবন্ত ইঁদুর পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কেটের ভেতর ইঁদুর দেখে ভিডিও করেন এক ক্রেতা। এটি নজরে আসার পরই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসে ওই দোকানসহ পুরো পৌর মার্কেট বন্ধ ঘোষণা করে। প্রাথমিকভাবে নোটিশ দেয়া হয়েছে যে, গ্রীষ্মকালীন চার মাস মার্কেটটি বন্ধ থাকবে। সূত্র: দ্য টাইমস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত