আহত হলেন অমিতাভ বচন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১৬:২৭ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৯
চলমান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং ফ্লোরে দুর্ঘটনার কবলে অমিতাভ। পা কেটে রক্তারক্তি কাণ্ড। তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে। নিজের ব্লগে সেই কথা শেয়ার করলেন অভিনেতা।
জানান, বাম পায়ের শিরা কেটেই ঘোরতর বিপদে পড়েছিলেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন কেমন আছেন? বিগ বি লিখে জানালেন, রক্তপাত বন্ধ করতে তাকে উঠতে হয়েছে অস্ত্রোপচারের টেবিলেও! সেলাই দেওয়া হয়েছে।
‘হঠাৎ একটি ধাতুর টুকরো দিয়েই ঘটে অঘটন। কেটে যাওয়া অংশ থেকে সাংঘাতিকভাবে রক্তপাত হতে শুরু করে। তবে শিরা এবং স্নায়ুর বিষয় যেহেতু তাই চিকিৎসকের পরামর্শে ছোট একটি অপারেশন করা হয়েছে।’
দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং সমস্ত কাজ ঠিকভাবে সম্পন্ন হওয়ার কারণে সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন বিগ-বি। সেলাই করা পা নিয়েও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে সক্রিয় ভূমিকায় রয়েছেন অমিতাভ। চিকিৎসকরা জানিয়েছেন, বিন্দুমাত্র চিন্তা না করতে। মানসিকভাবে সুস্থ থাকতে, হাঁটাচলা না করতে। এমনকি ট্রেডমিলে দৌড়ানো যাবে না বলেও পরামর্শ দিয়েছেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত