আহত হওয়ার পরও দলের জাতীয় সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:৪৭ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪
গুলিতে আহত হওয়ার পরও রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্বাচনী প্রচার শিবির আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। হামলাকারীর ছোড়া গুলি তাঁর ডান কানে লাগে। তাঁকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে ১৫ থেকে ১৮ জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন হবে। এ সম্মেলনেই ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
ট্রাম্পের প্রচার শিবিরের বিবৃতিতে বলা হয়েছে, মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট (ট্রাম্প) উন্মুখ হয়ে আছেন। এই সম্মেলনে ট্রাম্পকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে।
ট্রাম্প নিজেই জানিয়েছেন, তাঁর ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে।
ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয় বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছেন। গুরুতর আহত দুজন।
ট্রাম্পের প্রচার শিবিরের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ভালো আছেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত