আসছেন ডমিঙ্গো, এখন শ্রীরামের ভবিষ্যৎ কী? যা বললেন সুজন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১২:৫২ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪৪

বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে জয়ের পথে ফেরাতে হঠাৎ করেই অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয় শ্রীধরন শ্রীরামকে। এশিয়া কাপের ঠিক আগে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয় এ ভারতীয় কোচের হাতে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, কোচ নয়; টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন শ্রীরাম। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। এখন শ্রীরামের ভবিষ্যৎ কী? তার সঙ্গে চুক্তি নবায়ন করবে বিসিবি?

দেশের ক্রিকেটপ্রেমীদের এমন কৌতূহলের মাঝেই জানা গেল, ১৪ নভেম্বর বাংলাদেশে আসছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো।  এসেই ওয়ানডে ও টেস্ট দল নিয়ে কাজ শুরু করে দেবেন তিনি।

বিসিবি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে এ আয়োজন।  আর আসন্ন ভারত সিরিজ দিয়েই ডমিঙ্গো ফের তার কোচিং অধ্যায় শুরু করবেন।

সেটি ঘটলে শ্রীরাম কি করবেন?

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য শ্রীরামকে রেখে দেওয়ার পক্ষে তার মত দিয়েছেন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।

শ্রীরামের ভবিষ্যৎ বিষয়ে সুজন বলেছেন, ‘বিশ্বকাপ পর্যন্ত ছিল শ্রীরামের চুক্তি, বিশ্বকাপ তো শেষ।  সবাই ব্যস্ত ছিলাম। ফলে এটা নিয়ে কথা হয়নি।  এ বিষয়ে জানি না এখনো। শ্রীরামের ওপরও নির্ভর করছে বিষয়টি। তিনি ফ্রি থাকবে কতটুকু। কতটা সময় দিতে পারবে আমাদের— এসব জানতে হবে। আমরাও তাকে কতটুকু চাই, কীভাবে চাই এসব প্রসঙ্গ আছে। যেহেতু রাসেল ডমিঙ্গো আছেন। আর ভারত সিরিজে রাসেলই কাজ করবেন। অর্থাৎ এটা আলাপ-আলোচনার ব্যাপার। এখনই কিছু বলা সম্ভব না।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত