আমি যেথায় হারিয়ে যেতে চাই

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১২:৫৩ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ২০:১১

ইসরাত জাহান ইতি

-----------------------------------

আমি হারিয়ে যেতে চাই বিশ্ব প্রকৃতির অনন্ততার মাঝে
শাশ্বত কাল ধরে প্রকৃতি যেথায় বিচিত্র লীলায় সাজে
আমি হারিয়ে যেতে চাই নদীকান্তার ঔ নির্মল নীলাকাশে
খুঁজে পেতে চাই নিজেকে প্রকৃতির বুকের স্নিগ্ধ বাতাসে
আমি চাই গো চাই, হারিয়ে যেতে চাই সেথায়
প্রভাতের অরুণরাগ ও সায়াহ্নে স্তব্ধ গাম্ভীর্য আছে যেথায়
আমি ঘুমোতে চাই, পুষ্পভরা ,পল্লবঘেরা বৃক্ষ বটোচ্ছায়ায়
গানের সুরে আনন্দে ঘুমন্ত মনকে পাখি যেথায় জাগায়
আমি হারিয়ে যেতে চাই সুশীতল পল্লিবীথিকার এক অপূর্ব পুষ্পকাননে
আঁখি মেলে চাঁদ মিষ্টি হাসি দেয় যে গগনে
আমি হারিয়ে যেতে চাই, প্রকৃতির সুরম্য লীলানিকেতনে
তারকার দীপালি জেগে ওঠে যেথায় দিবসের অবসানে
আমি হারিয়ে যেতে চাই বিকশিত বনরাজির সজল গন্ধে
প্রকৃতি যেথায় নাচে মন আনন্দে ছন্দে ছন্দে।
আমি চাই গো চাই, হারিয়ে যেতে চাই
স্নিগ্ধ তরুচ্ছায়া,বিহঙ্গের কলগীতি ও মধুর গুঞ্জনে
আমি হারিয়ে যেতে চাই সত্যের মুক্তির সন্ধানে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত