আমাদের কথা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৩:৩৪ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০৫
মুজিব রহমান
---------------
রাধার বুকে আগুন জ্বলে, পুড়তে থাকে বৃন্দাবন
লায়লা মজনু পুঁথি পড়ে, ভাঙতে থাকে ডাগর মন
হাতের কাছে দেশলাই এলে, ক্ষণে ক্ষণে বারুদ জ্বালি
আকাশের সুঢোল চাঁদকে, মনে মনে করি ফালি ফালি৷
সস্তা দরের গাজার নেশায় কাকে যেন দেই গাল
চোখ রাঙানোতেই মাথা নত, হয়ে যাই ভেড়ার পাল
তারচে ভাল আসো সবেমিলে সুখের জান্নাতে যাই
বাহাত্তরটি হুরির লোভে, চক্ষু মোদে যাচ্ছেতাই৷
অধিকারতো মানুষের, আমরা যখন বন্য পশু
হনহনিয়ে হাঁটছি দেখ, ভোট বেচা টাকার পামশু
অসুর বধের গল্পে ধ্বনি তুলি, জয় দুর্গা বলে
বাপ যে অসুর ছিল, ভুলছি সেসব পড়ে যাতাকলে৷
মূর্তি ভাঙ্গি, মূর্তি গড়ি, ওরাই রাজা প্রভু সব
নিজেকে করছি বধ তা আবার উচ্চস্বরে কলরব
দেখি নিজেকে, কীভাবে কুঠরে ঢুকে গেল কাঠবেড়াল
এইতো আমাদের কথা, এইতো আমাদের মায়াজাল৷
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত