আবারো শ্রেষ্ঠ এসআই হলেন গাবতলী মডেল থানার আব্দুল কুদ্দুস

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১৯:৫৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০০:৫১

আবারো বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) জুন-২৪ পুরস্কার পেলেন গাবতলী মডেল থানার এসআই মোঃ আব্দুল কুদ্দুস। ১৬ই জুলাই মঙ্গলবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নগদঅর্থ ও ১টি সম্মাননা স্মারক (ক্রেস) শ্রেষ্ঠ এসআই আব্দুল কুদ্দুস এর হাতে তুলে দেন নবাগত বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান (পিপিএম)। গাবতলী উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে অবদান রাখায় তিনি পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পেয়েছেন। ইতিপূর্বেও তিনি একাধিকবার জেলা পুলিশ ও গাবতলী মডেল থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন। পেয়েছেন সম্মাননা স্মারক (ক্রেস) এবং নগদঅর্থ। এসআই আব্দুল কুদ্দুস গাবতলীর কাগইল ইউনিয়নে বীড অফিসার হিসাবে দায়িত্বে রয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত