আবারও স্বপ্নভঙ্গ ব্রাজিলের, চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১১:৫৮ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৪, ২২:১১

ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না ব্রাজিলের। পুরো আসরজুড়ে দুর্দান্ত ফুটবল খেলা ব্রাজিলকে ফাইনালে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১০ মার্চ) সান দিয়েগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে হলুদ জার্সিধারীদের ১-০ গোলে হারিয়ে কনকাকাফ নারী গোল্ড কাপের শিরোপা নিজেদের করে নেয় যুক্তরাষ্ট্র। জয়সূচক একমাত্র গোলটি করেছেন লিন্ডসে হোরান৷

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ সময়ে। ব্রাজিলের গোলরক্ষক লুসিয়ানাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান যুক্তরাষ্ট্রের লিন্ডসে। সতীর্থ এমিলি ফক্সের ভেসে আসা ক্রস থেকে হেডের মাধ্যমে গোলটি করেন যুক্তরাষ্ট্রের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

এবারের শিরোপাসহ কনকাকাফ নারী গোল্ড আটবার জিতেছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন মেক্সিকোকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল ব্রাজিল। কিন্তু শিরোপা উল্লাসে মাতা হয়নি তাদের। উল্লেখ্য, কনকাকাফ নারী গোল্ড কাপ উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের নারী দলগুলোর প্রতিযোগিতা।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত