আবারও মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে ফেরি সার্ভিস চালু

  শাহনাজ বেগম 

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৯:৪৫ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৪, ২২:১৫

দ্বিতীয়বারের মত আবারও মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এসময় ৪টি প্রাইভেটকার স্বর্ণচাপা ফেরি দিয়ে গজারিয়া থেকে মুন্সীগঞ্জে পার করা হয়। আজ দুপুর পৌনে একটার টার দিকে গজারিয়ার কাজিপুরা ফেরি ঘাট এলাকায় এর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস ও বিআইডব্লিউটিসি পরিচালক মো. রাসেদুল ইসলাম।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৪ জুন মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু করে।

এদিকে ৪ বছর পর মুন্সীগঞ্জের-গজারিয়া নৌপথে ফেরি চালু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে দক্ষিণবঙ্গের ২১টি জেলার ৬০ কিলোমিটার দূরত্ব কমেছে। গজারিয়ায় ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড, বাস্তবায়নাধীন শিল্পপার্ক, গার্মেন্টস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিষয়গুলো বিবেচনায় এনে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।নতুন করে ফেরি চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই পারের যাত্রীরা।

দুই পারের যাত্রীদের যাতায়াতের দুর্ভোগের কথা চিন্তা করে ফেরী সার্ভিস যেন পুনরায় বন্ধ হয়ে না যায় এব্যাপারে সরকারের প্রতি অনুরোধ জানান স্থানীয় এলাকাবাসী।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত