আফগানে জুমার সময় মসজিদে আত্মঘাতী বোমা হামলা, হতাহত ১০০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ অক্টোবর ২০২১, ২১:০৬ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৩

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।

টোলো নিউজ ও আল-জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, ওই শিয়া মসজিদে যখন বোমা হামলা হয়, তখন অন্তত ৩০০ জন সেখানে অবস্থান করছিলেন।  

আফগানিস্তানে জাতিসংঘের মিশন এক টুইট বার্তায় বলেছে, প্রাথমিকভাবে জানা গেছে, মসজিদের ভেতরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে। এতে ১০০ জনেরও বেশি লোক হতাহত হয়েছেন।  

কুন্দুজ প্রাদেশিক হাসপাতালের একটি মেডিকেল সূত্র জানিয়েছে, বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।  

এমএসএফ হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করে আল-জাজিরাকে বলেন, ৯০ জনের বেশি আহত রোগী হাসপাতালে এসেছে। এছাড়া অন্তত ১৫ জনের মরদেহ পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, দেশটির বিশেষ বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত