ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিকদের গ্রেফতার নয়

আপিল শুনানির আগে মৃত্যুদণ্ড কার্যকরের কথাটি সঠিক নয়: আইনমন্ত্রী

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১৫:০৪ |  আপডেট  : ২৬ নভেম্বর ২০২৪, ২২:২০

আপিল শুনানির আগে চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগেই তাদের দণ্ড কার্যকর হয়েছে বলে বুধবার (৩ নভেম্বর) গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। 

এ বিষয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ‘আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এ কথাটি কিন্তু সঠিক না। তাদের আপিল শুনানি হয়েছে। জেল আপিল ছিল, জেল আপিল শুনানি হয়েছে। জেল আপিল শুনানির পর তাদের প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার সেটাও দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি নাকচ করার পর তাদের ফাঁসি দেওয়া হয়েছে।’

মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে আপিল বিভাগে নিয়মিত আপিল করেছিলেন দণ্ডিত ওই দুই ব্যক্তি।

এদিকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের গেফতার করা যাবে না বলে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

আইনমন্ত্রী বলেন, ‘আমি বলতে চাই, আমরা কঠোর হবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের ব্যাপারে। যে-ই এটাকে মিস ইউজ বা অ্যাব ইউজ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কারণ হলো, ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় আইন। এটা বাকস্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য করা হয়নি। এটার অপব্যবহার যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’

আনিসুল হক, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই যে মামলা নিয়ে নেবে সেটা হবে না। আইসিটি অ্যাক্টের একটি ধারা আছে এবং সেই ধারায় একটি সেল আছে, সেখানে সন্তুষ্টু হতে হবে। তারপরই মামলা হবে। এই মামলা যখন সাংবাদিকদের বিরুদ্ধে করা হবে তাক্ষণিকভাবে তাদের অ্যারেস্ট যাতে না করা হয় সে ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা সেভাবেই করা হবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত