আদমদীঘির বর্ষিয়ান আ’লীগ নেতা সোলায়মান চলে গেলেন না ফেরার দেশে
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১৬:৩৪ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৪:৩২
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুই বারের নসরতপুর ইউনিয়নের চেয়ারম্যান, নশরতপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী মাস্টার (৮৫) ইন্তেকাল কারেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় তার নিজ বাসভবন নশরতপুরে ইন্তেকাল করেন। তিনি তিনি ১৯৮৮ সালে আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে এবং নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা ১১ টায় নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সাংসদ প্রবীন আ’লীগ নেতা আলহাজ্ব কছিম উদ্দিন আহম্মেদ, আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি শামসুল হক খন্দকার, আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, যুগ্ম সম্পাদক শামিম উল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত