আদমদীঘিতে ৮ মাদক সেবীর জেল-জরিমানা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৯ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:০২

বগুড়ার আদমদীঘিতে মাদব সেবনের অভিযোগে ৮ মাদক সেবীকে জরিমানা সহ কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কশিশনার (ভুমি) ফিরোজ হোসেন এই রায় দেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার সান্তাহার মাদকদ্যব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি বিশেষ টিম উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে ৮ মাদক সেবীকে আটক করে। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায়  তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভুমি) ফিরোজে হোসেন আটককৃত মাদকসেবী সান্তাহার স্টেশন কলোনীর চাঁন মিয়ার ছেলে আব্দুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দই শত টাকা জরিমানা,একই এলাকার আব্দুর রশিদের ছেলে খোকনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমান,ইর্য়াড কলোনীর মৃত হবিবরের ছেলে শাহাদত হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা,যোগীপুকুরের বাবু ইসলামের ছেলে পিন্টু ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা,লোক পশ্চিম কলোনীর মৃত বাছের আলীর ছেলে সাগর হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা,ইর্য়াড কলোনীর মৃত তোতা মিয়ার ছেলে জুয়েলকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং কায়েতপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে বিপ্লবকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত