আদমদীঘিতে ৪ দিন ব্যাপী মাছ চাষ ও খাদ্য সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষনের উদ্ধোধন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩ জুলাই ২০২২, ২০:৫৯ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৮:১৬

বগুড়ার আদমদীঘিতে উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং মৎস্য খাদ্য -পশুখাদ্য আইন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চার দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় আদমদীঘি উপজেলা প্রশাসন এই প্রশিক্ষনের আয়োজন করেন। 

রবিবার সকালে উপজেলা হলরুমে প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করেন নির্বাহী অফিসার শ্রাবনী রায়। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, বগুড়া জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, সান্তাহার মৎস্য গবেষনা ইনস্টিটিউট প্লাবন ভূমির বৈজ্ঞানিক কর্মকর্তা মুনিরুজ্জামান পাপ্পু, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর উন্নয়ন প্রকল্প(জাইকা'র) আশরাফ মাহমুদ প্রমুখ। চার দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় দুই ব্যাচে উপজেলার ৬০ জন মাছ চাষী অংশ গ্রহন করবে বলে উপজেলা সিনিয়র মৎস্য অফিস জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত