আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত ও অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১৭:৪৯ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫১
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের জি.এম আইডিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক জামায়াত নেতা আব্দুর রহিম (৫২) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। (ইন্নালিল্লাহি........রাজিউন)। রবিবার দুপুর ২টায় নওগাঁ-রাজশাহী সড়কের মোহনপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষক আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, গত রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ডের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথে নওগাঁ-রাজশাহী সড়কের মোহনপুর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় প্রধান শিক্ষক আব্দুর রহিম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ। নিহত প্রধান শিক্ষক আব্দুর রহিম স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণে রেল লাইনের পূর্ব পাশে বট গাছের নিচে থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, রবিবার বেলা ১২ টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেললাইনের পাশে একটি পুকুরে গোছল দিয়ে বট গাছের নিচে বসে ছিলেন। কিছুক্ষণ পর সেখানে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়। ওসি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারনে তিনি মারা যান। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে। নিহতের পড়নে ছিলো সাদা গেঞ্জি ও গামছা বয়স আনুমানিক ৫৫ বছর। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত