আদমদীঘিতে সরকারের বেঁধে দেওয়া নতুন মূল্যে মানছেন না গ্যাস সিলিন্ডার দোকানীরা
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৩, ১৭:০৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:১৯
বগুড়ার আদমদীঘির এএলপিজি বিক্রেতারা সরকারের বেঁধে দেওয়া ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন মুল্যে না মেনে আগের দামেই তা বিক্রি করছে। গত রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে। কিন্তু উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিক্রিতারা বিভিন্ন অজুহাতে তা আগের দামে কেউ আবার ১৩০০ টাকায় বিক্রি করছে। ক্রেতারা অসহায় অবস্থায় কিনতে বাধ্য হচ্ছে। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও বগুড়ার আদমদীঘিতে এই নতুন মূল্যের কোন প্রভাব পড়েনি। দোকানিরা যা ইচ্ছে তাই দামে বিক্রি করছে এলপিজি গ্যাস সিলিন্ডার। কোন কোন বিক্রেতা ১ হাজার ৪৪২ টাকা, কেউ আবার ১৩০০ টাকাও বিক্রি করছে। এখনো পর্যন্ত কোন মনিটরিং না থাকায় বিক্রেতারা আগের মুল্যেই এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি কিনছে। আদমদীঘি উপজেলা সদরের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, আমাদের কাছে যে সকল সিলিন্ডার আছে, তা পূর্বের দামেই কেনা। তাই পূর্বের দামেই বিক্রি করতে হচ্ছে। নতুন দামের সিলিন্ডার আনলে নতুন দামেই বিক্রি করবো। উপজেলার বিভিন্ন দোকানে বুধবার যমুনা সিলিন্ডার বিক্রি হচ্ছে ১২৭০ টাকা, বসুন্ধরা-১২৪০ টাকা, জিএমই সিলিন্ডার ১২২০ টাকায় বিক্রি হয়েছে আবার কোন কোন বিক্রেতা শুধু যমুনা সিলিন্ডার বিক্রি করছে ১৩০০ টাকায়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার জানান, সরকারের নির্ধারিত দামের বেশি কারো অতিরিক্ত মূল্যে নেওয়ার সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে তাকে আইনের আওতায় আনতে আমরা বাধ্য হব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত