আদমদীঘিতে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত  

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ২০:২২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৫

বগুড়ার আদমদীঘি উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির শিক্ষক-সুপার ভাইজারদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী করা হয়েছে। সোমবার  বেলা ৩ টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার। বাস্তবায়ন সহযোগী সংস্থা পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক এ এইচ এম রবিউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম, জেলা প্রোগ্রাম ম্যানেজার সাজু মিয়া, প্রোগ্রাম হেড (জিবিএস) নুরুন্নবী, মিজানুর রহমান ও ইয়াছিন মোল্লাসহ সুপারভাইজারগণ।  

প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচে উপজেলার বাস্তবায়ন সহযোগী সংস্থা পল্লী মুক্তি সংস্থা (পিএমএস) এর ৩৭ জন শিক্ষিকা-সুপারভাইজার অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত