আদমদীঘিতে শিক্ষক দিবস পালিত
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১৯:৩৫ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১১:২৭
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তন শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদমদীঘি উপজেলা সকল শিক্ষকদের সমন্বয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্প্রতিবার সকাল ১১টায় দিবসটি পালন কল্পে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ছাইফুল ইসলাম জোয়াদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,জেলা পরিষদের সদস্য ও আইপিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আরা বেগম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,অধ্যক্ষ মোসলিম উদ্দীন,শিক্ষক মহসিন আলী,মুক্তা রানী,রহমতুল্লা,ফিরোজ হোসেন প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত