আদমদীঘিতে শাহাদৎ হোসেনর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১০:৩৫ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৫

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সদস্য ও বগুড়া জেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের পিতা মরহুম শাহাদৎ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার তার নিজ বাসভবন উপজেলার সাঁকোয়া গ্রামে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুন নবী সালাম ও কে.এম খায়রুল বাসার, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, বগুড়া শহর যুবদলের আহবায়ক আহসান হাবীব মোমি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নূরে আলম ছিদ্দিকী রিগ্যান, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, বিএনপি নেতা ও সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বিএনপি নেতা মাহাফুজুল হক টিকন সহ  বিএনপির সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত