আদমদীঘিতে শতাধিক ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিল ‘রূপসী নওগাঁ’

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১৯:৩০ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১২:১৭

পুরাতন বছরকে বিদায় জানাতে থার্টিফার্স্ট নাইটে যখন সবাই পিকনিক বা নানা আয়োজনে ব্যস্ত, ঠিক তখন কাঁধে কম্বল নিয়ে কয়েকজন যুবক ঘুরছেন শীতার্ত ছিন্নমূল মানুষের খোঁজে। নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছরের ন্যায় রবিবার রাত সাড়ে ১১ টার দিকে আনন্দ ভাগাভাগি করতে বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে শতাধীক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘রূপসী নওগাঁ’। স্বেচ্ছাসেবীর দলটি এই জংশন স্টেশনে পৌঁছে শুরুতেই তাঁরা দেখা পেলেন ষাটোর্ধ্ব নারী আনোয়ারা বেওয়ার। তিনি দিনভর ভিক্ষা করে চার নম্বর প্লাটফরমের দক্ষিনপাশে এক কোণে জড়োসড়ো হয়েই রাত কাটিয়ে দেন। তার কষ্টের গল্প শোনার পর 'রূপসী নওগাঁ'র সদস্যরা তার হাতে একটি কম্বল তুলে দেন। এরপর ঘণ্টাব্যাপী স্টেশন ঘুরে আনোয়ারার মতো শতাধিক অসহায় ছিন্নমূল শীতার্তের গায়ে তারা কম্বল জড়িয়ে দেন।

এসব কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- রূপসী নওগাঁ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দন্ত চিকিৎসক খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাজু রহমান সুজন, উপদেষ্টা কাজী কামাল হোসেন, এনআরবিসি ব্যাংক নওগাঁ শাখার অপারেশন ম্যানেজার একেএম নাছরুল হুদা মনি, মাওলানা জোবায়ের আহমেদ, নওগাঁ সদর উপজেলা ইমাম মাওলানা শামীম আহমাদ নুরী, সদস্য আব্দুল্লাহ আবু সাঈদ, গরীবের বন্ধু খ্যাত আজিজুল হক রাজা, স্থানীয় গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম জেন্টু, নেহাল আহম্মেদ প্রান্ত ও মাইন প্রমুখ। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত