আদমদীঘিতে র‍্যাবের হাতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফতার

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১৯:১৮ |  আপডেট  : ৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২

র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-২ গাজীপুরের সিপিএসসি অভিযানিক টিম যৌথ অভিযান চালিয়ে শামীম হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল চোরচক্রের এজাহাভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানায় সোর্পদ করেছেন। গত ১৫ জুলাই দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধিন
মৌচাক লোহাকৈর মাজার রোড সুমন মন্ডলের চায়ের দোকানের সামনে থেকে শামীম হোসেনকে গ্রেফতার করেন। সে নওগাঁ জেলার আত্রাই থানার পতিস্বর গ্রামের মৃত টাবলুসের ছেলে।তার বিরুদ্ধে আদমদীঘি থানায় নিয়মিত মামলা রয়েছে।

র‍্যাবের পাঠানো তথ্যমতে জানাযায়, গত ১৩ জুন রাতে আদমদীঘি উপজেলার কয়াকুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কতিপয় ব্যক্তি পাকা রাস্তার উপড় চোরাই মোটরসাইকেল কেনাবেচা করার সময় পুলিশ মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করে। এ বিষয়ে গত ১৪ জুন আদমদীঘি থানায় একটি নিয়মিত মামলা হয়। এ ঘটানার পর র‍্যাব অপর আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারিতে শুরু করেন। এর ধারাবাহিকতায় গত ১৫ জুলাই রাতে গাড়ীপুরের উল্লেখিত স্থানে র‍্যাব-১২ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের সদস্য এজাহারভুক্ত আসামী শামীম হোসেনকে গ্রেপ্তার করে আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সকালে আদমদীঘি থানায় তাকে সোর্পদ করেন। আদমদীঘি থানার অফিসার ইচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত