আদমদীঘিতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১৯:১৬ |  আপডেট  : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৪৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে পালিত হয়েছে। রোববার সারাদিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান ঘোষক জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিতে মাল্যদান, বাদ যোহর দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ, আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, শিহাব চৌধুরী, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলুল হক সাগর, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক তামিম হোসেন, নশরতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, রুবেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা জিসান আহম্মেদ, আকাশ হোসেন, খোকন সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

অপর দিকে সারা দিন ব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান ঘোষক, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিতে মাল্যদান, সকাল ১০ টায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতরণ। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজ মো: কামরুল হাসান সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় ২ শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও ফ্রী ঔষুধ বিতরণ করা হয়। বাদ যোহর দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত