আদমদীঘিতে মোটরসাইকেল চুরির প্রবণতা বেড়েছে, মালিকরা আতংকিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩ আগস্ট ২০২২, ১৯:৩০ |  আপডেট  : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:২০

বগুড়ার আদমদীঘিতে মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও মাঝে মাঝে উপজেলা বিভিন্ন এলাকা থেকে প্রায়ই মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এতে করে মোটরসাইকেল মালিকরা আতংকিত হয়ে পড়েছে। সর্বশেষ গত ৩১ জুলাই উপজেলার কদমা গ্রামে মাছ ব্যবসায়ী শাহজাহান আলীর বাড়ী থেকে একটি ডিসকোভার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এদিকে মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় ক্ষতিগ্রস্থরা পৃথক পৃথক লিখিত অভিযোগ করেছেন। 

জানা যায়, মাত্র দশ দিনের মধ্যে আদমদীঘিতে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। গত ২১ জুলাই বিকেলে উপজেলা সদরের হাজী তাছের আহম্মেদ কলেজ গেইটের সামনে থেকে গ্রামীন ব্যাংকের প্রোগ্রাম অফিসার আবু ছালেহ এর ১০০ সিসি একটি ডিসকোভার মোটরসাইকেল চুরি হয়। এরপর গত ২৩ জুলাই সন্ধ্যায় উপজেলা সদরের তেতুঁলয়া বাবলাতলী নামক স্থান থেকে ধান-চাল ব্যবসায়ী একরাম মন্ডলের একটি মোটরসাইকেল চুরি হয়। সর্বশেষ গত ৩১ জুলাই রাতে উপজেলা কদমা গ্রামের মাছ ব্যবসায়ী শাহজাহান আলীর বাড়ীর প্রাচীর টপকিয়ে বাড়ীর ভিতরে বারান্দায় রাখা ১২৫ সিসি একটি ডিসকোভার মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে যায়। এবিষয়ে থানার উপ-পরিদর্শক প্রদীপ কামার জানান, চোরদের সনাক্ত করতে নানা কৌশল অবলম্বন করা হচ্ছে এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত