আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬
বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় আলতাফ আলী আত্তাব (৬৫) নামের এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ছোট আখিড়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত আলতাফ আলী আত্তাব উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছহির আলীর ছেলে ও ওই গ্রামের মধ্যপাড়া মসজিদের মুয়াজ্জিন। এ ঘটনায় আইনি পদক্ষপ প্রক্রিয়াধীন।
জানা যায়, সোমবার দুপুরে ছোট আখিড়া গ্রামের রাস্তা থেকে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে হেঁটে পার হচ্ছিলেন আলতাফ আলী আত্তাব। এসময় গতিবেগে আসা এক মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত