আদমদীঘিতে মাসিক সমন্বয় ও সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৩ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৯
বগুড়ার আদমদীঘি উপজলা প্রশাসনের আয়োজনে মাসিক সমš^য় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার উপজেলা হলরুমে বেলা ১২ টায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা,সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম,আব্দুল হক আবু,জিল্লুর রহমান,গোলাম মোস্তফা,নাহিদ সুলতানা তৃপ্তি,শামীম উল ইসলাম,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,সাংবাদিক হাফিজার রহমান,খায়রুল ইসলাম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার,উপজেলা জাতীয় পাটির সভাপতি এএইচএম মিলন প্রমূখ। এর আগে সকাল ১০টায় উপজলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বেলা আড়াই টায় উপজলো নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সার বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, আব্দুস ছালাম, গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা তৃপ্তি সহ উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারগণ। সভায় কৃষকদের মাঝে সুষ্ঠ ভাবে সার বিতরণ ও ন্যায্যমূল্যে যেন কৃষকরা সার পায় সে বিষয়টি নিশ্চিত করণে মনিটরিং ব্যবস্থা জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত