আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে মাদক বিক্রেতাদের জেল জরিমানা
প্রকাশ: ১ নভেম্বর ২০২৪, ১৮:৩৪ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২১:১৩
বগুড়ার আদমদীঘিতে তিন মাদক বিক্রেতাকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ মাদক বিক্রেতাদের আলদা আলাদা সাজার রায় দেন।
বগুড়ার সান্তাহার সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম মন্ডল জানান, উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রাম থেকে বিভিন্ন মাদক সহ দুই জন এবং উপজেলার ডহরপুর গ্রাম একজনকে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমান আদালত মাদক বিক্রেতা দমদমা গ্রামের জাফের আলীর ছেলে রকি হোসেন (২৮) কে ছয় মাস, একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেনকে (৩২) দুই মাস এবং ডহরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হামিদকে (৩৫) ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া প্রত্যেককে ১০০টাকা করে অর্থদন্ড করা হয়। আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের গতকাল শুক্রবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত