আদমদীঘিতে ভটভটির ধাক্কায় শিশু নিহত
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১৬:৫৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১৪:১৫
বগুড়ার আদমদীঘিতে বাসষ্ঠ্যান্ডে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাকায় ১০বছর বয়সী কওমী মাদ্রাসা ছাত্রী জুনায়েদ আহম্মেদ নামের এক শিশু নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে। ঘাতক ভটভটি চালক পালিয়ে গেলেও ওই ভটভটিটি থানা হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,বুধবার বেলা সাড়ে ১২টার সময় আদমদীঘি উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় ১০ বছর বয়সী আদমদীঘি কওমী মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহম্মেদ শিশুটি গুরুত্বর আহত হয়। ওই শিশুটিকে প্রথমে আদমদীঘি হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশুটি অবস্থা আশংক্ষাজনক হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজেমিক হাসপাতালে নেয়া পথে শিশুটি মারা যায়। নিহত জুনায়েদ আহম্মেদ বাবা বাবু মিয়া আদমদীঘি উপজেলা সদরের মধ্য বাজারে ভাড়া বাসা নিয়ে ফিডের দোকান দিয়ে ব্যবসা করে। বাবু মিয়া গ্রামের বাড়ী নওগাঁর রানীনগরের মুধপুর গ্রামে। থানার অফিসার ইনর্চাজ প্রদীপ কুমার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,ঘটনার পরপর ভটভটি চালক চালিয়ে গেলেও ভটভটিটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত