আদমদীঘিতে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশ: ৬ মে ২০২৪, ১১:৪৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭
বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি দোকানের সামনে থেকে আব্দুস সাত্তার শিকদার (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুস সাত্তার শিকদার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দাদপুর গ্রামের মৃত জালাল শিকদারের ছেলে। গতকাল রবিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারে লাশটি হস্তান্তর করেন পুলিশ।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, শনিবার রাতে পৌর শহরের ঘোড়াঘাট এলাকায় জনৈক সাকিন সংগ্রামের ফুলের দোকানের সামনে ঘুমিয়ে পড়েন বৃদ্ধ আব্দুস সাত্তার শিকদার। গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজন তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত