আদমদীঘিতে বিনামূল্যে ২০টি টিউবওয়েল বিতরণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১ মার্চ ২০২৫, ১০:১০ |  আপডেট  : ৫ এপ্রিল ২০২৫, ০১:১৬

বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে ২০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা সদরের হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ মাঠে ৩৮ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহের এসব টিউবওয়েল বিতরণ করেন। 

এসময় নুর মোহাম্মাদ আবু তাহের বলেন, ‘যেসব টিউবওয়েল বিতরণ করা হয়েছে প্রত্যেকটি স্থাপন (বসানো) করতে প্রয়োজনীয় খরচও দেওয়া হচ্ছে। নিরাপদ পানি নিশ্চিত করতে ২০টি এবং পর্যায়ক্রমে দুই হাজার টিউবওয়েল বিতরণ করা হবে। এ ছাড়া যেসব মসজিদে ওযুর ব্যবস্থা নেই সেখানে ওযুখানার ব্যবস্থা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, সহ-সেক্রেটারী আব্দুল জোব্বার, নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, ডাঃ ইউনুছ আলী, জামায়াত নেতা গোলাম মোস্তফা, জেলা জামায়াতের সদস্য এনামুল হক, নসরতপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিপন, সেক্রেটারী মানিক, শ্রমিক নেতা গোলাম আজম, ফরিদুল ইসলাম, যুব জামায়াত নেতা তরিকুল ইসলাম, আহসান হাবীব তুহিন প্রমুখ।  
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত