আদমদীঘিতে বিদ্যুতস্পর্শে একজনের মৃত্যু
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ১৮:০২ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০২:৩২
বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতে খুঁটি থেকে সংযোগের তার অপসারণ করতে গিয়ে আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তি মার গেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আনিছুর রহমান উজ্জলতা গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে ও দুই সন্তানের জনক। তিনি গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়া ও মেরামতের কাজ করতো।
জানাযায়, আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের বিদ্যুতের মিস্ত্রি আনিছুর রহমান গত মঙ্গলবার সকাল ৯টায় তার গ্রামের জনৈক ব্যক্তির বাড়ির বৈদ্যুতিক সংযোগ পুরাতন খুঁটি থেকে অপসারণ করা জন্য খুঁটিতে উঠে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার সময় খুঁটেতে বিদ্যুতস্পর্শে মাটিতে পড়ে যায়। তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্য চিকিৎসক আনিছুর রহমানকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত