আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃওর্য়াড ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১৮:২৪ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৭
বগুড়ার আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ ওর্য়াড ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে। আদমদীঘি ঈশ্বর পুর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নূরানী ফুটবল একাডেমী। উদ্বোধনী খেলায় নশরতপুর ইউনিয়নের চাটখইর একাদশকে ১-০ গোলে হারিয়ে আদমদীঘি সদর ইউনিয়নের কুসুম্বী ফুটবল একাদশ বিজয়ী হয়।
শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান। ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত