আদমদীঘিতে পুজা উদযাপন পরিষদের নেতা বলাই কুন্ডুর মাতা’র পরলোকগমন
প্রকাশ: ৩ জুন ২০২৪, ১৯:১৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:১৩
আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা প্রবোধ ম্যানসনের সত্বাধীকারী বলাই চন্দ্র কুন্ডুর মাতা রেনুকা বালা রেনু কুন্ডুর (৮৫) ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন( দিব্যান লোকান স্ব-গচ্ছতু)। গতকাল (৩জুন) সোমবার সকালে উপজেলা সদরের তালসন গ্রামে নিজ বাড়ীতে পরলোকগমন করেন। তিনি তালসন গ্রামের স্বর্গীয় প্রবোধ চন্দ্র কুন্ডু (ঘেদা কুন্ডুর) স্ত্রী । সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা সদরের মহাশশ্মানে মরদেহের সৎকার সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে,পাঁচ মেয়ে,নাতী-নাতনী সহ অসংখ্য আতœীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়,সম্পাদক নির্মলেন্দু রায়,সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস,আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,সহ-সভাপতি এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা,দিব্যেন্দু কুন্ডু দুলাল,কাজল সরকার,আনন্দ কুমার কুন্ডু,যুগ্মসম্পাদক সুদেব কুমার ঘোষ, রেবতী মোহন সাহা,সাংগঠনিক সম্পাদক অলোক মোহন্ত,পুজা উদযাপন পরিষদের নেতা কানাই দেবনাথ,রতন কুমার মুর্খাজী,ডাঃ বিপুল কুমার সরকার,অনিল গুপ্তা,ডাঃ গোপাল বর্মন,চন্দন কুন্ডু,তাপস সরকার,লক্ষন সরকার ভুষন,অলক মৈত্র ব্যাটেল,উত্তম কুন্ডু,সুভাষ সরকার,পলাশ বকশি,জগাই কুমার কুন্ডু,পিযুষ প্রামানিক সহ পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত