আদমদীঘিতে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১৮:০১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪
বগুড়ার আদমদীঘিতে পুকুরের গোসলে নেমে রোস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছে। সে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিলছ ছয়আনিপাড়ার মৃত মিসরাতুল্লাহর প্রামানিকের ছেলে। গতকাল রোববার বেলা সাড়ে ১২ টায় তার নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোস্তম আলী (৭০) নামের ওই বৃদ্ধ তার বাড়ির পাশে একটি পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর বৃদ্ধ রোস্তম আলীকে পুকুরের পানিতে ভাসতে দেখে প্রতিবেশিরা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত