আদমদীঘিতে নবান্ন উৎসবে ক্রীড়ানুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১৭:৫১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩২

নবান্ন উৎসবে উপলক্ষ্যে ক্রীড়ানুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সালগ্রামনবীন ক্লাব ও সেচ্ছাসেবী সংগঠন আয়োজিত সালগ্রাম ইবতেদায়ী মাদরাসা মাঠে এই পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্বে করেন প্রভাষক আবু মোতালেব। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। ওয়ালিউল ইসলাম মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোক্তাকিন তালুকদার, মোমেনুর রহমান তালুকদার মিম, নজরুল ইসলাম, বক্তব্য রাখেন, রহমতুল্ল্যা, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় সালগ্রামে নবান্ন উৎসব উপলক্ষ্যে দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত