আদমদীঘিতে দেনার দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা
প্রকাশ: ৩ জুলাই ২০২২, ২১:০১ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ২৩:১১
বগুড়ার আদমদীঘিতে দেনার দায়ে গলায় দড়ির ফাঁস দিয়ে বিধান চন্দ্র রায় (৬০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। গতকাল রবিবার সকালে মুরইল বাজারস্থ “তৃপ্তি ট্রেডার্স” ভিতর সিলিং ফ্যানের রডের স্থানে দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিধান চন্দ্র রায় উপজেলার পুশিন্দা গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিধান চন্দ্র এলাকার বিভিন্ন লোকজনকে বাজার দরের চেয়ে কম দামে রড সিমেন্ট দেবার নাম করে বেশকিছু লোকের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা গ্রহণ করে। কিন্তু তার দেয়া কথা সে রাখতে না পারলে সময় পেরিয়ে যাবার পর থেকে পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে গত ২১ জুন বিধান চন্দ্র দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে উধাও হয়ে যায়। তার উধাও হবার খবর ছড়িয়ে পড়লে পাওনাদাররা তার বাড়িতে ভীড় করতে থাকেন এবং কেউ কেউ পাওনা টাকার পরিবর্তে তার বাড়ি থেকে আসবাবপত্রও নিয়ে যেতে থাকে বলে তার স্ত্রী শেফালী রায় জানান। পরে তিনি ২২ জুন রাতে বাড়ি ফিরে আসেন। এদিকে তার ফিরে আসার খবর পেয়ে পাওনাদাররা টাকার জন্য বিভিন্ন ভাবে তাকে চাপ দিতে থাকে। এরই এক পর্যায়ে গত ২ জুলাই দিবাগত ভোর অনুমান সাড়ে ৪টায় বাড়ি থেকে বেরিযে যান। তাঁর ছেলে মিহির অনুমান ভোর ৫ টায় মোবাইল ফোনে বাবা বিধানের সাথে কথা বলেন। মিহির জানান, তখনও তার বাবা মোবাইল ফোনে স্বাভাবিক কথাবার্তা বলেছিলেন। পরবর্তীতে এলাকার লোকজন রবিবার অনুমান সকাল ১০ টায় তৃপ্তি ট্রেডার্স এর জানালার ফাঁক দিয়ে দেখতে পায় বিধান সিলিং ফ্যানের রডের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ উদ্ধার করে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত