আদমদীঘিতে দুই বছরেও শেষ হচ্ছে না রাস্তার কাজ
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১৯:৩৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭
বগুড়ার আদমদীঘিতে দুই বছর ধরে একটি রাস্তার নির্মাণকাজ শেষ না করেই ফেলে রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অবহেলার কারণে যানবাহন সহ পথচারীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশল বিভাগ থেকে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও তারাও দায়সারা ভাবে দায়িত্ব পালন করছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, এলজিইডি বগুড়ার অধীনে আরডিআর আইডিপি প্রকল্পের আওতায় সাড়ে ৫ কিলোমিটার সড়কটি প্রশস্তকরণ ও উন্নয়নের জন্য সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ২০২২ সালের ২১শে জুন সড়কটি প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের উপর ইটের খোয়া বিছিয়ে দায়িত্ব শেষ করেছে। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে।
সরজমিন দেখা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দীন কলেজ গেটের সামনে থেকে ছাতিয়ানগ্রাম পর্যন্ত ৫ কিলোমিটারের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের জন্য দীর্ঘ ভোগান্তির পর কোন রকমে রোলার করে রাখা হয়েছে। রোলার করে রাখা ইটের ছোট-বড় খোয়া উঠে যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকিপুর্ন হয়ে দাঁড়িয়েছে। এতে প্রতিনিয়ত বাইসাইকেল মোটরসাইকেল চালাতে গিয়ে ঘটছে নানা রকম দুর্ঘটনা। এই সড়কে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি এবং শুষ্ক মৌসুমে (খরার সময়) ধুলোর কারণে যানবাহন ও পথচারীরা বিকল্প সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বর্তমানে এই সড়ক বাদ দিয়ে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে আদমদীঘি সদরে চলাচল করছেন অনেকে। এতে বাড়তি প্রায় ৫ কিলোমিটার ঘুরতে হচ্ছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতির কারণে দীর্ঘ দুই বছরেও প্রশস্তকরণ কাজ শেষ না করায় জনগণ দুর্ভোগে পড়েছে। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, পথচারী হাসিবুল ইসলাম শাকিল, রফিকুল ইসলাম মন্টু, অটো রিকশাচালক টোটন, রবিউলসহ একাধিক ব্যক্তি বলেন, রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু দুই বছর পার হলেও কার্পেটিংয়ের কাজ শুরু হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। বয়স্ক লোকজন ও রোগীদের চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
আদমদীঘি উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা বলেন, বৃষ্টির জন্য শ্রমিক পাচ্ছেন না ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা শ্রমিক পেলেই কাজ শুরু করবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত