আদমদীঘিতে দুই ফিলিং ষ্টেশন ও বেকারি দোকানে জরিমানা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ নভেম্বর ২০২২, ১৮:৪৯ |  আপডেট  : ২৬ মার্চ ২০২৪, ০৬:৪০

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালত দুটি ফিলিং ষ্টেশনে ওজনে কম দেওযার অপরাধ ও এক বেকারী দোকানের বিএসটিআই এর লাইসেন্স না থাকা মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখা সহ পণ্যের গুণগত মান খারাপ হওয়ার অপরাধে মোট তিনটি প্রতিষ্ঠানের ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এ জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার মুরইল বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত জয় ফিলিং ষ্টেশনে আসা পরিবহন গুলোতে পেট্রোল, ডিজেল, অকটেন ওজনে কম দেওয়ার অপরাধে ২৯ হাজার টাকা ওই প্রতিষ্ঠান মালিকের জরিমানা আদায় করে ও উপজেলার ঢাকা রোড এলাকার আশা ফিলিং ষ্টেশনে একই অপরাধে ওই প্রতিষ্ঠান মালিকের ১৫ হাজার টাকা এবং সান্তাহার শহরের আজাদ বেকারীর বিএসটিআই লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখা সহ পণ্যের গুনগত মান খারাপ হওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত