আদমদীঘিতে দামোদর উৎসব প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৪, ১১:২৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:২৪

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে দামোদর উৎসব প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। "দাম" শব্দের অর্থ রশি, উদর হচ্ছে কোমর। মা যোশদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। বৈদিক সংস্কৃতিতে সু-প্রাচীর কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন হয়ে আসছে। এই ধারাবাহিকতায় আদমদীঘি সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে পুরো কার্তিক মাসব্যাপী দামোদর ব্রত উপলক্ষে ঘি-কর্পুরের প্রদীপ প্রজ্বলন করা হয়। গতকাল শুক্রবার (৮নভেম্বর) সন্ধ্যায় চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে শতশত ভক্তবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে প্রদীপ প্রজ্বলন করা হয়। আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার বলেন, দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মালম্বীদের জন্য গুরুত্বপূর্ন মাস। এই মাস ত্যাগের মাস হিসেবে পরিচিত। এই পূর্ন মাসে ভগবানের উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তার সমস্ত পাপ নাশ হবে। তাই সকল সনাতন ধর্মালম্বীরা কার্তিক মাসে নিরামিষ ভোজন করে ঘি-কর্পুরের প্রদীপ প্রজ্বলন করে থাকে। এছাড়াও উপজেলার তালসন রাধাগোবিন্দর মন্দির ও সান্তাহার রেলওয়ে মন্দিরে দামোদর ব্রত উপলক্ষে মাসব্যাপী প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত