আদমদীঘিতে তিন জুয়াড়ি সহ গ্রেপ্তার-৫
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫০ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৬:১৩
বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামী সহ ৩ জুয়ারুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জুয়া আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা জুয়ারুরা হলেন উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের রবিউল ইসলামের ছেলে সোহাগ হোসেন (২৮) ও একই গ্রামের হেলাল সরদারের ছেলে ফেরদৌস (৩৫) এবং ঢেকড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ফিরোজ (৩৬)। অপর দিকে আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে সান্তাহারের মোজাহার ফকিরের ছেলে শাহিনুর আলম (৩৮), পূর্ব ছাতনীর মুঞ্জু সরদারের স্ত্রী মারিনা খানকে গ্রেফকার করে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আছাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের জনৈক মাসুদের পুকুরের পাড়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে এবং একই রাতে আদালতের ওয়ারেন্ট মূলে আরোও দুইজনকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত