আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১৮:১১ | আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:২৩

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনের উত্তরে ছাতিয়ানগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (২৫) মারা গেছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্ঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১টা নাগাদ ছাতিয়ানগ্রাম এলাকা থেকে ছেড়ে আসার পর স্থানীয় লোকজন রেললাইনের পাশে ওই ব্যক্তির খন্ড বিখন্ড লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত