আদমদীঘিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১৮:০৮ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৯
(১৪ অক্টোবর) সোমবার জামায়াতে ইসলামী বাংলাদেশ নশরতপুর ইউনিয়ন শাখা সম্মেলনে জামায়াত নেতৃবর্গ এসব কথা বলেন। নশরতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও জামায়াত নেতা এমদাদুল হক বাদশার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের পর্বাঞ্চলের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মমতাজ উদ্দিন, বগুড়া- ৩ আসনের সম্ভব্য জামায়াতের সংসদ সদস্য প্রার্থী সাবেক দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল, বগুড়া জেলা শুরা সদস্য মাওঃ মোফাজ্জল হক, সাবেক উপজেলা আমীর হাফেজ আতোয়ার হোসেন, আদমদীঘি উপজেলা আমীর মাওঃ তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওঃ গোলাম রব্বানী, উপজেলা ওলামা পরিষদ সভাপতি মাওঃ আব্দুল জব্বার, উপজেলা অফিস সম্পাদক মাওঃ গোলাম মোস্তফা, উপজেলা তালিমুল কোরআন নেতা মাওঃ রমজান আলী, শ্রমিক নেতা আব্দুর রহিম। সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন নশরতপুর ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুস সালাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অষ্ট্রেলিয়া প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার আকলিমুর রেজা প্রমূখ। বক্তরা বলেন, হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা যেন নস্যাৎ হয়ে না যায়। আর কোন অপশক্তি যেন দেশের মানুষের বাক স্বাধীনতা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা দখল করতে না পারে। লাখ যুবকের পুঙ্গত্ববরণ শরীরে গুলি নিয়ে দেশের ১৮ কোটি মানুষকে নির্ভয় ও মুক্ত করেছে। মানুষের দুঃখ দারিদ্র ও যন্ত্রনা থেকে মুক্তি দেয়ার জন্য বীর শহীদরা যে প্রাণ দিয়েছে তাদের উদ্দেশ্য সফল করার জন্য দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত কর্মীদের নিকট থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদ থাকে। তাছাড়া আল্লাহর দরবারে কেউ জবাব দিতে পারবেন না। রসুল (সা:) বিদায় হজ্বের ভাষণে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন কোরআন সুন্নাহর কানুনে সমাজ রাষ্ট্র ও দুনিয়া শৃঙ্খলার সাথে চলবে এবং মানুষ ও জীব জগৎ সবার জন্য কল্যাণময় হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত