আদমদীঘিতে জাতীয় সমবায় দিবস পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ১৬:৪৭ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

সমবায়ে গড়ছি দেশ,স্মাট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে দিবসটি পালনের শুরুতে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর এক বর্নাঢ্য  র‌্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির  সভাপতি রফিকুল ইসলাম,বহুমুখী সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান,পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার,বহুমুখী সমবায় সমিতির সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ। পরে বহুমুখী সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সহ মোট ১০টি  সমবায় সমিতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত