আদমদীঘিতে জাতীয় শোক দিবস পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৯:৩০ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ০২:০৬

বগুড়ার আদমদীঘিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে সকাল সাড়ে ৭টায় আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান,কালোব্যাচ ধারন,জাতীয়-দলীয় পতাকা অর্ধনর্মিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন সহ সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। 

এরপর উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে বঙ্গবন্ধুর সৃত্মিচারন করে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। সভাশেষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার,কর্মহীন নারীদের মাঝে সেলাইমেশিন ও বেকার যুবকদের মাঝে (ঋণ) বিতরন করা করা হয়। এছাড়াও ৭৫’এর ১৫আগষ্ঠে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্নার শান্তি কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া,মিলাদ মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিকেল ৪টায় আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়হেদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এক শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজ, সহ-সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগনেতৃবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত